ইন্টারনেট স্পীডে সমস্যা?
বাসার ভেতরের ওয়াইফাই নেটওয়ার্ক কত সাবলীল ভাবে বাসার সব জায়গায় ইন্টারনেট প্রবাহ দিচ্ছে, সেটার উপর নির্ভর করে আপনার ইন্টারনেট স্পীড। আর এই ওয়াইফাই কতটা ভাল কাজ করবে, সেটা অন্য অনেক কিছুর উপরে নির্ভর করে।
তাহলে কী করবেন?
১. রাউটারটি বাসার মাঝামাঝি এলাকায়, মেঝে থেকে ৫ থেকে ৭ ফিট উঁচুতে রাখুন।
২. ১৫০০ স্কয়ার ফিটের বেশী বড় বাসা হলে, কিংবা খুব বেশী দরজা বা দেয়াল থাকলে, সাধারণ রাউটার ভাল কানেকশন বা ব্যান্ডউইথ দিতে পারেনা —— সেক্ষেত্রে আপনাকে মেশ ওয়াইফাই রাউটার সিস্টেম ব্যবহার করতে হতে পারে।
৩. বাসার ওয়াইফাইতে বেশী সংখ্যক ব্যবহারকারী বা ডিভাইস যুক্ত হলে ইন্টারনেট স্পীড কমে যায়।
৪. হয়তো আপনি ডিভাইস ব্যবহার করছেন না, কিন্তু ডিভাইসের প্রোগ্রাম বা এ্যাপ কানেকটেড থাকে; এ'ক্ষেত্রে সেটা বন্ধ করে দিন।
৫. মাঝে মধ্যে রাউটারের সুইচ অফ করে ১০ সেকেন্ড পর আবার অন করবেন — এতে রাউটার রিফ্রেশ হয়ে কাজ করবে।
আসলে, আপনার বাসায় ক্যাবলের মাধ্যমে যে ইন্টারনেট পৌঁছায়, সেটাতে বেশির ভাগ সময়েই পূর্ণ ব্যান্ডউইথ থাকে; কিন্তু উপরে দেয়া বিভিন্ন কারণে বাসার ভেতরে আপনি মনমতো ইন্টারনেট স্পীড নাও পেতে পারেন।
বাসায় ইন্টারনেট কানেকশন ঠিক করতে কী কী করতে হবে, এইটা জানতে যেকোন সময় ফোন করুন ০৯৬৩৯৪০৫০৬০ নম্বরে আমাদের ইঞ্জিনিয়ার পৌঁছে যাবে আপনাদের বাসায়!
সরাইল নেট সর্বাধুনিক ফাইবার অপটিকাল ক্যাবলের মাধ্যমে আপনার বাসায় ইন্টারনেট পৌঁছে দেয় ফলে ব্যান্ড উইথ এখানে সবচেয়ে বেশী এবং সাবলীল পাবেন।